পটুয়াখালীর যুবক নাইম ইসলাম নিরব (২৮) স্প্যানিশ পোটারসহ বিভিন্ন জাতের কবুতরের খামার করে স্বাবলম্বী হয়েছেন। তার সাফল্য দেখে বর্তমানে কবুতরের খামার গড়তে আগ্রহী হচ্ছেন অনেকে।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সিদ্দিকুর রহমানের ছেলে নাইম। তিনি ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো লাহুরী জাতের কবুতর দেখেন। পরে সখের বসে চট্রগ্রাম থেকে এই জাতের কবুতর সংগ্রহ করে নিজ বাড়ির ছাদে বানিজ্যিকভাকে গড়ে তুলেন কবুতরের খামার।
খামারী নাইম জানায়, বর্তমানে তার খামারে রয়েছে সাদা রেসার, ব্লুবার লেস, কালো লাহুরী, আফসান গ্রীন, রেড চেকার ও স্পানিশ পোটার সহ প্রায় ২০ জাতের ২০০ জোড়া কবুতর। এর মধ্যে স্প্যানিশ পোটার রয়েছে ১৫ জোড়া। এ জাতের কবুতর তিনি বিক্রি করছেন জোরা ৮০ হাজার টাকায়। এসব কবুতর বিক্রি করে তার মাসে খরচ বাদে আয় হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা।
স্থানীয়রা বলেন, নাইমের দেখাদেখি ইতিমধ্যে অনেকে শুরু করেছেন কবুতর পালন। অনেকে আবার কবুতর খামার করার জন্য তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জিব কুমার জানান, যারা কবুতর পালনে আগ্রহী তাদের পরামর্শ সহ প্রশিক্ষনের আওতায় নিয়ে আসা হবে জানিয়েছেন এই কর্মকর্তা।
ইমরান/শায়লা/দীপ্ত সংবাদ