অবশেষে অপেক্ষার হলো অবসান। প্রথম সন্তানের মা–বাবা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং।
রবিবার ( ৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা। মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরই শনিবার ( ৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং।
সংসারে নতুন অতিথি আসায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা রয়েছে দীপিকার। ছুটির পর ফের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।
প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেতি ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করে দীপিকা ও রণবীরের। ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এ হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর নতুন অতিথির আগমনের মধ্য দিয়ে দুই থেকে তিনজন হলেন দীপিকা–রণবীর।
এসএ/দীপ্ত সংবাদ