মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডি আর কঙ্গো) চলমান সংঘাত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তবে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৭ জানুয়ারি) আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।‘
এর আগে রবিবার (২৬ জানুয়ারি) কঙ্গোর সেনাবাহিনী ও বিদ্রোহী এম২৩ (২৩ মার্চ মুভমেন্ট) বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় জাতিসংঘ মিশনে কর্মরত ১৩ শান্তিরক্ষী নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের বলে জানা গেছে।
দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, পূর্ব কঙ্গোর গোমা শহরে বিদ্রোহীদের অগ্রগতি ঠেকাতে সহায়তার সময় দক্ষিণ আফ্রিকার ৯ জন সৈন্য প্রাণ হারান।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে এ বছর ইতোমধ্যেই ৪ লাখের বেশি মানুষ তাদের বাড়ি–ঘর ছেড়ে পালিয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চল, বিশেষত গোমা শহর ও আশপাশের এলাকাগুলোতে সংঘর্ষের কারণে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।