বিজ্ঞাপন
বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

কক্সবাজার ঘোরা হলো না শিশুসহ দিলীপ-সাধনা দম্পতির, পরিবারে শোকের মাতম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে বাসমাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের তিনজনই ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন দিলীপ বিশ্বাস, তার স্ত্রী সাধনা রাণী ও মেয়ে আরাধ্য বিশ্বাস ()। এ ঘটনায় বোয়ালিয়া গ্রামে শোক নেমে এসেছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

চট্রগ্রামের দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক মনজুর হোসেন বলেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ নয়জন নিহত হন। আহত হয়েছেন ৫ জন।

তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজারে যাচ্ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, লোহাগাড়া উপজেলায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে বাসমাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত একজনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মতিন বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে গণমাধ্যমে মর্মান্তিক এ দুর্ঘটনার খবর প্রকাশের পরই নিহত দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম। নিহত দিলীপ বিশ্বাস একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তারা ঈদের ছুটিতে স্ত্রী সন্তানসহ কয়েকজন মিলে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালি আমরা কোনে তথ্য পাইনি। যোগাযোগ করার চেষ্টা করছি। আপডেট তথ্য পেলেই গণমাধ্যমকে আমরা বিস্তারিত জানাতে পারব।

শাহরিয়ার আলম সোহাগ/ এজে/ ঝিনাইদহ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More