কক্সবাজারে অপহৃত এক কিশোরীকে ১২দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে সাওয়াল করিম (২২) নামের এক যুবক ও তার বাবা বশির আহমেদকে গ্রেপ্তার করা হয়। সোমবার মহানগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিমপাড়া গ্রামে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব–৭। সাওয়াল এর আগে ২০১৮ সালেও আরও দুই কিশোরীকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব–৭ জানায়, কিশোরীকে সাওয়াল স্কুলে যাওয়া–আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ভিকটিম তার বাবা–মাকে জানায়। এরপর ভিকটিমের বাবা বিষয়টি সাওয়ালের বাবা–মাকে অবগত করলে উল্টো ক্ষিপ্ত হন তারা। গত ১ জুন কিশোরী তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকজন সহযোগীকে নিয়ে সাওয়াল ভিকটিমকে অপহরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। সে অনুযায়ী সোমবার অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে সাওয়াল ও তার বাবা বশিরকে গ্রেপ্তার করে র্যাব।
রুনা আনসারী/এমি/দীপ্ত নিউজ