অতি প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কিছু ওষুধের দাম বেড়েছে কয়েকবার। বিশেষজ্ঞরা বলছেন, দামের কারণে কারো চিকিৎসা যেনো থেমে না যায়, সেদিকে নজর রাখতে হবে।
ষাটোর্ধ মোশাররফ হোসেন। ডায়াবেটিস, হার্ট ও প্রেসারের সমস্যা নিয়ে ২০১৪ সাল থেকে নিয়মিত ওষুধ সেবন করেন। কিন্তু ওষুধের দাম বেড়ে যাওয়ায় কষ্টে পড়েছেন অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষক।
শুধু মোশাররফ হোসেন নয়, এমন আরো অনেক পরিবার রয়েছে যাদের ওষুধ কিনতে মাসিক আয়ের বড় অংশ খরচ করতে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখানোর পর ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েন নোয়াখালীর এক দম্পতি। ৫ ধরনের ওষুধ ৬ হাজার টাকা চাওয়ায় খালি হাতে ফিরতে হয় তাদের।
ওষুধের দোকান ঘুরে দেখা গেছে প্রয়োজনে অপ্রয়োজনে বাড়ছে ওষুধের দাম। এতে ক্রেতারা পড়েছেন বিপাকে। যখন তখন ওষুধের দাম বাড়ানোকে অযৌক্তিক উল্লেখ করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। এতে চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচিত হবে নজরদারি বাড়িয়ে ওষুধের বাজারে শৃঙ্খলা আনা।