অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে এবার স্বাস্থ্য খাতেও সংকট দেখা দিয়েছে। দেশটিতে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেনা সাধারণ মানুষ। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পাকিস্তানের খুচরা ওষুধ বিক্রেতারা জানিয়েছেন, অতি জরুরি প্যানাডল, ইনসুলিন, ব্রুফেন, ডিসপ্রিন, ক্যালপল, ট্যাগরাল ও রিভোট্রিল ওষুধ পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করা যাচ্ছেনা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বৈদেশিক মুদ্রার অভাব ও নিষেধাজ্ঞা থাকায় পাকিস্তানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল আমদানি করতে পারছে না। এ কারণে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে এরইমধ্যে ৪০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছেন।
পাকিস্তানের ওষুধ উৎপাদন খাতের প্রায় ৯৫ ভাগ কাঁচামাল ভারত, চীনসহ অন্যান্য দেশ থেকে আসে। দেশটির রিজার্ভ ৩০০ কোটি ডলারের নিচে নেমে আসায় কাঁচামাল আমদানি করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে লেটার অব ক্রেডিট (এলসি) মিলছে না।
পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন আমদানি নিষেধাজ্ঞা যদি আগামী চার থেকে পাঁচ সপ্তাহের জন্য বহাল থাকে, তাহলে ওষুধের সংকট আরও তীব্র হবে।
এফএম/দীপ্ত সংবাদ