ক্যারিবীয়দের তাদের ঘরের মাঠে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।
জবাবে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ।
এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত শুরু করেন শেখ মেহেদি। নিজের প্রথম ওভার করতে এসেই জাস্টিন গ্রিভসের উইকেট তুলে নেন। তাতে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় উইন্ডিজ।
জনসন চার্লস ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ৪৫ রানে পুরানের উইকেট তুলে নেন মেহেদী। পরের ওভারেই হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে রোস্টন চেজ ও রান আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস। এতে ৭ ওভার শেষে দলীয় ৫০ রানেই আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। তাছাড়া তাসকিন ও মেহেদি দুটি করে উইকেট পেয়েছেন। আর একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (জাকের ৭২*, পারভেজ ৩৯, মিরাজ ২৯, তানজিম ১৭, লিটন ১৪; শেফার্ড ২/৩০, চেজ ১/১৫, মোতি ১/৩০)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯ (শেফার্ড ৩৩, চার্লস ২৩, পুরান ১৫, মোতি ১২; রিশাদ ৩/২১, মেহেদী ২/১৩, তাসকিন ২/৩০, তানজিম ১/৩১, হাসান ১/৯)
ম্যাচসেরা: জাকের আলী (বাংলাদেশ)
এসএ