মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই মেহেদী মিরাজের কাধেই থাকছে টাইগারদের নেতৃত্ব। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে, সাকিব আল হাসানকে এই তালিকায় রাখেনি বিসিবি। চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের।
প্রায় এক বছর পর দলে ফিরেছেন আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন। এ ব্যাটিং অলরাউন্ডার সবশেষ খেলেছিলেন, ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে গতি দিয়ে মুগ্ধ করা ফাস্ট বোলার নাহিদ রানাও রয়েছেন এই স্কোয়াডে।
সেন্ট কিটসে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর।
রাহাত/ দীপ্ত সংবাদ