আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়া স্কোয়াডে দুটি পরিবর্তন এনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের জন্য দল দিয়েছে বিসিবি। বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় তার যাওয়া হয়নি সৌম্য সরকারের। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন।
মূলত এশিয়া কাপের মাঝে চোটের কারণে লিটন দাস ছিটকে পড়ায় দুয়ার খুলে গেছে এই বাঁ–হাতি ব্যাটারের। আফগান সিরিজের পর ক্যারিবীয়দের সঙ্গেও ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না লিটনের।
প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এর আগে টেস্টে অভিষেক হয়েছে ২৬ বর্ষী মিডলঅর্ডার উইকেটরক্ষক–ব্যাটারের।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।