জুলাইয়ের শুরুতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।
রবিবার (১৮ জুন) হাশমতুল্লাহকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে রাখা হয়েছে বিশ্রাম থেকে ফেরা লেগ স্পিনার রশিদ খানকে। এছাড়াও দলে ফিরেছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরানসহ বেশ কিছু ক্রিকেটার।
সিরিজের একমাত্র টেস্টে তাদের অবর্তমানে বেশ বড় পরীক্ষার সম্মখীন হতে হয়েছে আফগানদের। তাই ওয়ানডে দলে ঘুরে দাঁড়াতে নিজেদের শক্ত দলই ঘোষণা করল সফরকারীরা।
বাংলাদেশও সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে শনিবার (১৭ জুন)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ৫ জুলাই থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান স্কোয়াডঃ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোঃ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, এ ওমরজাই, মুজিব, ফজল হক, জিয়া আকবর, আমি হক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার নোমান, সালেম সাফি, সাঈদ এ শিরজাদ।
ইমাম/দীপ্ত নিউজ