নিজ শরীরে সংগীত কিংবদন্তি ‘এ আর রহমান’ নামের ট্যাটু করালেন বলিউড র্যাপ রাজা ও আলোচিত গায়ক হানি সিং।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা যায়, পিঠে ট্যাটু করাচ্ছেন হানি সিং। এ সময় তিনি গাইছেন এ আর রহমান–এর কালজয়ী গান ‘তু হি রে’।
ভিডিও‘তে হানি সিং বলেন—“এই ট্যাটু আমার ভালোবাসা শ্রদ্ধার নিদর্শন। রহমান স্যার, আপনি না থাকলে আমি আজ একজন মিউজিশিয়ান হতাম না, আমি মিউজিশিয়ান আজ, শুধুমাত্র এ আর রহমান স্যারের জন্য। আমি আপনাকে চিরকাল ভালোবাসি।”
৪২ বছর বয়সি র্যাপ রাজা তার শরীরে পরপর ৩টি ট্যাটু করেছেন। যার মধ্যে কিংবদন্তি ‘এ আর রহমান‘ উৎসর্গ করে ডান কাঁধের উপরে বড় করে লেখা ‘এ.আর. রহমান’।
ক্যাপশনে লিখা – “এক রাতের মধ্যে করা ৩ নম্বর ট্যাটু আমার প্রিয় কিংবদন্তি রহমান স্যারের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে!”
এসএ