মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য, অভিযোগ ও পরামর্শ এ কন্ট্রোল রুমে ফোন করে দিতে পারবে।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) থেকে এ কন্ট্রোল রুম খোলার পর কাজ শুরু হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নিম্নলিখিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই–মেইল সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন সময়ের খবরে প্রচার এবং স্কুলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য জানার জন্য যোগাযোগ করুন ফোন নম্বর– ০২–২২৩৩৬৯৮১৫, মোবাইল নম্বর– ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ ও ই–মেইল– controller@dhakaeducationboard.gov.bd
ইএ