বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

এসএসসির স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এসএসসির স্থগিত দুই বিষয়ের পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) আন্তঃবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুর বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ মে চট্টগ্রাম, যশোর, কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ডের পদার্থ, ফিন্যান্স ও ব্যাংকিং এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), সংস্কৃত, আরবি, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরআগে, শনিবার (১৩ মে) এক অফিস আদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরে সমন্বয় কমিটি রবিবার (১৪ মে) সব বোর্ডের সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে।

এফএম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More