নেপাল–পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত হাইব্রিড মডেলের ওয়ানডে এশিয়া কাপ। বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩১ আগস্ট)।
স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
শিরোপার খরা কাটাতে লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত। আর অসুস্থতার কারণে শেষ সময়ে ছিটকে গেছেন ব্যাটার লিটন দাস। তবে সেসব ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিতে চান অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ড ক্রিকেট খেলে লঙ্কানদের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ।
সাকিব আরও বলেন, আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ