শ্রীলঙ্কার মাটিতে নারী এশিয়া কাপ খেলতে আগামীকাল (মঙ্গলবার) দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ২০১৮ এশিয়া কাপের মতো এবারও দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
সোমবার (১৫ জুলাই) মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য জানালেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জ্যোতি বলেন, এশিয়া কাপ নারীদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় রেভ্যুলেশন (বিপ্লব) হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেওয়া যাবে এশিয়া কাপের মাধ্যমে।
বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল উল্লেখ করে জ্যোতি বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই।’
এছাড়া, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ।
তাদের ফেরা নিয়ে জ্যোতি বলেন, ‘অভিজ্ঞতা সবসময় কাজে লাগে। তারা দুজনই সর্বশেষ দুটি এশিয়া কাপে খেলেছেন। দুই সিনিয়র ক্রিকেটার ফেরায় দল আগের চেয়েও বেশ ব্যালেন্সড। আমরা প্রস্তুতি ম্যাচগুলোতে দেখেছি তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। এটা দলের জন্য সুবিধা হবে।’
উল্লেখ্য, ১৯ জুলাই শুরু হওয়া নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই।
মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ