বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া হলো পুরুষ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব। ১১ বছরের পর আরও একবার বাংলাদেশে হবে ২০২৭ সালের এশিয়া কাপের আয়োজক।
শনিবার (২৭ জুলাই) এসব তথ্য জানিয়েছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
২০২৫ সালে ভারতের এশিয়া কাপ টি–টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের ঘোষণা দিয়েছে এসিসি। উদ্দেশ্য ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একই বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।
এসিসি এই দুই সংস্করণের স্পনসরশিপ সংক্রান্ত ঘোষণা ইতিমধ্যেই প্রকাশ করেছে।
দুটি আসরেই অংশ নেবে ৬টি দল। এর মধ্যে ৫টি দল সরাসরি খেলতে পারবে। দলগুলো হলো– বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। একটি দল আসবে কোয়ালিফায়ার খেলে।
দুই ধাপে ৬ টি করে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার ফোরের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।
উল্লেখ্য, ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই।
এসএ/দীপ্ত সংবাদ