এ বছরের এশিয়া কাপে ঘোষিত সূচি‘তে গ্রুপ–এ‘তে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে। এরপর থেকে বিশ্ব ক্রিকেটে এ নিয়ে শুরু হয়েছে নানা তর্ক–সমালোচনা।
ভারত এবারের টুর্নামেন্টের আয়োজক হলেও দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল করা সম্ভব না বলে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেইসাথে ভারতীয় ক্রিকেট বোর্ডও এক মত জানায়। এবারের এশিয়া কাপের সূচি অনুযায়ী, ‘এ‘ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থাকছে, যেখানে ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
আর অন্যদিকে, ‘বি‘ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং রয়েছে। যদিও ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে সূচি অনুযায়ী ভারত–পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর।