এশিয়া কাপ ২০২৫ এর শিরোপা জয়ের পরও ট্রফি হাতে পায়নি ভারত। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতকে হস্তান্তর করা হতে পারে এশিয়া কাপ ট্রফি।
ভারতীয় ক্রিকেট বোর্ড, এসিসি‘র সভাপতি মহসিন নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এসিসি প্রস্তাব দিয়েছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি হস্তান্তর করা হতে পারে।
গত ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে ট্রফি তুলে দেয়া হয়নি বিজয়ী দলের হাতে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় এসিসির।