সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আবুধাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
এবারের আসরে দুটি গ্রুপ মোট আটটি দল অংশ নিবে। সেখান থেকে প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে।
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি–টোয়েন্টি সংস্করণে আয়োজিত হচ্ছে এবারের আসর। এবারের টুর্নামেন্টের মোট প্রাইজমানি রাখা হয়েছে তিন লাখ মার্কিন ডলার, যা গত আসরের তুলনায় প্রায় দেড়গুণ বেশি।
এদিকে এশিয়া কাপে এবার ১৫তমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০১৬ সাল থেকে টি–টোয়েন্টি ফরম্যাট যুক্ত হওয়ার পর এটি টুর্নামেন্টের ১৭তম আসর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলংকা ও আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব–লিটনরা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। সাম্প্রতিক সংঘাতের পর এশিয়া কাপে এ লড়াইকে ঘিরেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে গোটা ক্রিকেটবিশ্বে।