২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আসন্ন আসর সামনে রেখে ১২ দল নিয়ে অনুষ্ঠিত হলো ড্র অনুষ্ঠান। যেখানে পট–৪ থেকে ঋতুপর্ণাদের ভাগ্য নির্ধারণ হয়েছে।
গ্রুপে বাংলাদেশের অন্য ৩ প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া।
টুর্নামেন্টের প্রতিযোগী ১২টি দল ৪ পটে বিন্যস্ত ছিল। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবল র্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি। বাংলদেশ ছিল চার নম্বর পটে।
ইতিহাস গড়ে প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বাহরাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানকে পেছনে ফেলে গ্রুপ–সি‘র শীর্ষ দল হিসেবে লাল–সবুজ প্রতিনিধিরা টিকেট নিশ্চিত করেছে।
২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে।
আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদিন বিরতি দিয়ে একই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মোকাবিলা করবে লাল–সবুজ প্রতিনিধিরা। আর ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এসএ