শহরে একের পর একটা খুন হচ্ছে। খুন হওয়া সবাই নারী। প্রতিটি খুনে সঙ্গে জড়িত ধর্ষণ। প্রতিটি খুনই হয়েছে ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে মিশনে নামলেন পুলিশ কর্মকর্তা লিনা। সংক্ষেপে এটুকু বিষয় উঠে এলো নতুন সিনেমা ‘এশা মার্ডার’র টিজারে।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার প্রকাশ পায়, যা দর্শকদের নিয়ে গেছে টানটান উত্তেজনায় ভরা রহস্যময় এক গল্পের ভেতর।
সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা।
টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’–এর রহস্য ভেদ করতে?”
১ মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন রেহানা মরিয়ম নূর ক্ষ্যাত বাঁধন। টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের উপর!
সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘এমন চরিত্রে এবারই প্রথম। ফলে আমার কাছে যেমন ইন্টারেস্টিং ছিল তেমনিই ছিল চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস দর্শকরা টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন।’
বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহা‘য়।
উল্লেখ্য, ২০২৩ নভেম্বরে বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির।
এসএ/দীপ্ত সংবাদ