শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। এরইমধ্যে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। প্রথমবারের মতো এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
স্বচ্ছতা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল পৌনে ৫টার দিকে প্রতিটি কেন্দ্রের বাইরে থাকা এলইডি স্ক্রিন একে একে চালু করা হয়।
রাত ১২টার মধ্যেই ভোট গণনা ও প্রকাশের পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা।
৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ৮টি কেন্দ্রে ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসু ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিভিন্ন পদে লড়ছেন ৬২ জন ছাত্রী।
এসএ