কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৯ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৩–২ গোলে হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা।
দুর্বল লেগনাসের বিপক্ষে শুরুটা প্রত্যাশিত দাপটেই করেছিলো রিয়াল মাদ্রিদ। ৩২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে চমকের আভাস দেয় লেগনেস। তবে রিয়াল ঘুড়ে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ম্যাচ শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে জুড বেলিংহ্যাম রিয়ালকে সমতায় ফেরান। আর নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে এমবাপ্পের চমৎকার ফ্রি কিক গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে লসব্লাঙ্কোরা। সব প্রতিযোগিতা মিলে এটি ছিলো এমবাপ্পের ৩৩তম গোল। এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের। বার্সারও সমান পয়েন্ট ২৮ ম্যাচ খেলে।