ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপাল যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে তিনজন ডিবি দলের সদস্য ও একজন এনসিবির( ন্যাশাল সেন্ট্রাল ব্যুর) সদস্যসহ মোট ৪ জনের একটি প্রতিনিধি দল।
শনিবার (১ জুন) সকাল ৯টার দিকে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় দলটি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, ‘এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই নেপালের কাঠমুন্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল।’
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তরাজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তারের কথা শুনেছেন বলেও জানান তিনি।
জানা গেছে, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আ.লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করলে কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ।
এসএ/দীপ্ত সংবাদ