আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে আলেম–ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেয়া হয়। এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদের শাসন করবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিল এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দাড়ি ধরে ধরে, আলেম–ওলামাদেরকে জেলে ঢোকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করার কারণে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি–রাহাজানি–গুম–খুন–হত্যা থাকবে।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না। প্রশাসন আমাদের কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না—যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই।’
আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন উল্লেখ করে হাসনাত বলেন, ‘তদবির কোনো ভালো জিনিস না। আপনি যদি মনে করেন, আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ–সুবিধা নেবেন, সেটাও এক ধরনের অপরাধ। আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথানত করবেন না। আপনারা কখনো সুদের কাছে মাথানত করবেন না।
ভুল হলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স ২৫ বছর ২৭ বছর। এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়ত পরিবারের হাল ধরেনি, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি। আমাদের ভুল হলে আপনারা দেখবেন, আমরা সেটা থেকে শিখব এবং আপনাদের দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নেব।’
এসএ