পৃথিবীর চতুর্থ উচ্চতম পবর্তশৃঙ্গ লোৎসে জয় করেছেন এভরেস্ট জয়ী বাংলাদেশি বাবর আলী।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ মে) ভোর ৬টা ৫ মিনিটে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে সামিট (আরোহণ) করেন বাবর আলী। একই সময়ে পরপর দুই শীর্ষতম পর্বতশৃঙ্গ জয় করে বাংলাদেশের নাম লিখিয়েছেন। লোৎসের উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট।
গত ৪ মে মধ্যরাতে বেজক্যাম্প থেকে শুরু হয় চট্টগ্রামের বাবরের স্বপ্নের পথে যাত্রা। এরপর ১৮ মে ক্যাম্প–৪–এর ডেথ জোন পেরিয়ে সেদিন মধ্যরাতে শুরু হয় সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অভিযান।
রবিবার (১৯ মে) সকালে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট–এর চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান বাবর আলী। এরপর তিনি এভারেস্টের লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন।