মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

এবার হিজাবে সামনে এলেন ভাবনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও আপলোড নিয়ে ট্রলের শিকার হওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার হিজাব পরা ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য নতুন ছবি কিংবা ভিডিও আপলোড দিয়ে ভক্তদের সঙ্গে আপডেট থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। তবে প্রায় সময়ই দেখা যায় ট্রল কিংবা বাজে মন্তব্যের শিকার হতে।

ভাবনা এক সাক্ষাৎকার শেয়ার দিয়েছিলেন কিন্তু সেখানে ‘মামুন মিয়া’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয় ‘আরো একটু নিচু হয়ে বসলে ভালো লাগতো’। এরপরই সেই মন্তব্যের স্ক্রিনশর্ট নিয়ে ভাবনা তার ফেসবুক পেজে মামুন মিয়াকে টেগ করে পোস্ট করেন।

ক্যাপশনে লেখেন, এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন। এরপরই নিন্দার ঝড় বইতে থাকে সেই পোস্টে মন্তব্যের ঘরে। যদিও অশ্লিল ইঙ্গিত করা সেই মামুন মিয়া এখনও কোনো মন্তব্য করেন নি।

তবেভাবনার দেওয়া এই পোষ্টের প্রতিউত্তরে , মামুন তার টাইমলাইনে অভিনেত্রী ভাবনাকে মেনশন করে সাধারণ জনগনকে উদ্দেশ্য করে লেখেন

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ ..আমার এখানে ভুল কোথায় হয়েছে!

ওনারা চলাফেরা করবে ভারত বা আমেরিকা স্টাইলে আর আইন চাইবে সৌদি আরব স্টাইলে এটা কি হয় !

শুধুমাত্র এবারি নয় ,সামাজিকমাধ্যমে এর আগেও বিভিন্ন সময় ভাবনা কটাক্ষের শিকার হয়েছেন। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। নেটিজেনদের এসব মন্তব্যের জবাব দিতে ভুল করেননি ভাবনা।

এবার দেখবার পালা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করে অভিনেত্রী ভাবনার সাথে তর্কবিতর্ক এই জল কতদূরে গিয়ে গড়ায়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More