বিজ্ঞাপন
বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫

এবার সেনাবাহিনীর ১৬টি স্থাপনার নাম পরিবর্তন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার অনুমোদনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নাম পরিবর্তনের ঘোষণা দেয়।

এর মধ্যে ১৫টি স্থাপনার নাম শেখ পরিবারের সদস্যদের নামে ছিল, আর একটি ছিল সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামে।

এর আগে, রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর আরও আটটি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়, যার মধ্যে নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনার নামকরণ পুনর্বিবেচনা করে নিরপেক্ষ ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নতুন নামকরণ করা হয়েছে।

সেনাবাহিনীর নতুন নামকরণকৃত ১৬টি স্থাপনার তালিকা:

. যমুনা সেনানিবাস পূর্বনাম: বঙ্গবন্ধু সেনানিবাস (ভূঞাপুর, টাঙ্গাইল)

. মিঠামইন সেনানিবাস পূর্বনাম: বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস (মিঠামইন, কিশোরগঞ্জ)

. বরিশাল সেনানিবাস পূর্বনাম: শেখ হাসিনা সেনানিবাস (লেবুখালী, বরিশাল)

. পদ্মা সেনানিবাস পূর্বনাম: শেখ রাসেল সেনানিবাস (জাজিরা, শরীয়তপুর)

. বিএমএ একাডেমিক কমপ্লেক্স পূর্বনাম: বঙ্গবন্ধু কমপ্লেক্স (ভাটিয়ারি, চট্টগ্রাম)

. আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল পূর্বনাম: বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স (হালিশহর, চট্টগ্রাম)

. ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি পূর্বনাম: মুজিব রেজিমেন্ট আর্টিলারি (রামু, কক্সবাজার)

. বাংলাদেশ সামরিক জাদুঘর পূর্বনাম: অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (বিজয় সরণি, ঢাকা)

. কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা পূর্বনাম: বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম (জাজিরা, শরীয়তপুর)

১০. স্বাধীনতা জাদুঘর পূর্বনাম: বঙ্গবন্ধু জাদুঘর (ঢাকা সেনানিবাস)

১১. যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পূর্বনাম: বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ভূঞাপুর, টাঙ্গাইল)

১২. আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পূর্বনাম: শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (জলসিঁড়ি, নারায়ণগঞ্জ)

১৩. পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পূর্বনাম: শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (জাজিরা, শরীয়তপুর)

১৪. বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পূর্বনাম: শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (লেবুখালী, বরিশাল)

১৫. ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স পূর্বনাম: শেখ কামাল কমপ্লেক্স (চট্টগ্রাম সেনানিবাস)

১৬. গোলন্দাজ সড়ক পূর্বনাম: মুজিব ব্যাটারি সড়ক (হালিশহর, চট্টগ্রাম)

নৌ, বিমান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনকৃত ৮টি স্থাপনার তালিকা:

. বানৌজা খালিদ বিন ওয়ালিদ পূর্বনাম: বানৌজা বঙ্গবন্ধু (নিউ মুরিং, চট্টগ্রাম)

. বানৌজা ঢাকা পূর্বনাম: বানৌজা শেখ মুজিব (খিলক্ষেত, ঢাকা)

. বানৌজা পেকুয়া পূর্বনাম: বানৌজা শেখ হাসিনা (পেকুয়া, কক্সবাজার)

. ঘাঁটি বীরউত্তম এ কে খন্দকার পূর্বনাম: ঘাঁটি বঙ্গবন্ধু (কুর্মিটোলা, ঢাকা)

. বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার পূর্বনাম: বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার (কুর্মিটোলা, ঢাকা)

. বিএএফএ কমপ্লেক্স পূর্বনাম: বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স (বিএএফ একাডেমি, যশোর)

. ডিএসসিএসসি কমপ্লেক্স পূর্বনাম: শেখ হাসিনা কমপ্লেক্স (সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর)

. প্রতিরক্ষা জাদুঘর পূর্বনাম: বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর (প্রতিরক্ষা মন্ত্রণালয়, শেরবাংলা নগর, ঢাকা)

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে পদত্যাগের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More