সিনেপ্লেক্স যুগে প্রবেশ করেছে দেশের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় পুরাতন প্রেক্ষাগৃহ যশোর মণিহার সিনেমা হল। শুক্রবার ১৫ (নভেম্বর) সকাল ১০টায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন করেন এস ইসলাম অ্যান্ড সন্সের পরিচালক নেহাল নাদির।
এ সময় উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, যশোর মণিহার সিনেমা হলের ব্যাবস্থাপক ফারুক হোসেন, তোফাজ্জেল হোসেনসহ অন্যরা।
প্রথমদিন সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনীত ছবি ‘দরদ‘। ৬৬ আসন বিশিষ্ট আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে সিনেপ্লেক্সে এখন থেকে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা।
প্রসঙ্গত, যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ।
জুবায়ের আহমেদ /এজে / দীপ্ত সংবাদ