লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। গ্রাম দুটি হলো কাফল শুবা ও ওদেইশেহর। হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে এমন হামলা চালানো হয়। (আল জাজিরা)
এখন গাজার পাশাপাশি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের ধারণা, লেবাননের এই ইরান–সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে।
এর আগে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র ইসলামিগোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মারগালিওট এলাকায় আঘাত হেনেছে। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এসএ/দীপ্ত নিউজ