১২
মুম্বাই পর্ব শেষে এবার বাংলাদেশ দল পাড়ি দিচ্ছে কলকাতায়।
বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী শনিবার (২৮ অক্টোবর), ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মুম্বাই গিয়েছিলো সাকিব বাহিনী। কিন্তু সবটাই ভেস্তে যায় কুইন্টক ডি কক–ক্লাসেন–মিলারদের উইলো‘তে।
আগের চার ম্যাচে মাত্র একটিতে জয় বাংলাদেশের।
পাঁচ ম্যাচে চার পরাজয়ে পয়েন্ট টেবিলেও সবার তলানীতে দল।এবার নেদারল্যান্ডস বধের পরিকল্পনা টাইগারদের।
এসএ/দীপ্ত নিউজ