সময়ের সাথে এবার পাল্টেছে নির্বাচনি প্রচারের ধরন। প্রায় সব প্রার্থীই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। কেউ কেউ পোষ্টারে দিয়েছেন কিউআর কোড। এর মাধ্যমে ভোটাররা পাবেন নির্বাচনের যাবতীয় তথ্য।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তির সুযোগ নিয়ে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
প্রতীক বরাদ্ধের পরপরই আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রার্থীরা। সারাদেশের মত রাজধানীতেও বিরাজ করছে উৎসবের আমেজ।
এবারের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে ডিজিটাল নির্বাচনী প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকে ইভেন্ট পেজ খুলছেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের কর্মী–সমর্থকরা।
নির্বাচনি পোস্টারেও এসেছে ভিন্নতা। অনেক প্রার্থীর পোস্টারে কিউআর কোড বা কুইক রেসপন্স চিহ্ন দেয়া হয়েছে। এতে সহজেই ভোটাররা কেন্দ্রসহ নির্বাচনী সকল তথ্য পাবেন।
প্রযুক্তি বিশ্লেষক সালাউদ্দিন সেলিম বলছেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে নির্বাচনি প্রচারে প্রযুক্তি ব্যবহার স্বাভাবিক চিত্র। তবে কেউ যাতে অপপ্রচার চালাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
ঢাকার ২০টি আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৬ জন প্রার্থী।
এসএ/দীপ্ত নিউজ