জেন–জি রেভল্যুশন–এর মুখে নেপাল প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর এবার পদত্যাগ করেছেন নেপাল প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে তিনি পদত্যাগ করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তবে তার পদত্যাগের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও, একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়।
এসএ