নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি তুলা উৎপাদনকারী প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার কুতুবপুর দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ ও আদমজী ফায়ার সার্ভিস ৩ ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আরও পড়ুন: বাগেরহাটে মশার কয়েল কারখানায় আগুন
বিষয়টি নিশ্চিত করে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, এটি একটি ঝুট থেকে তুলা তৈরির গোডাউন। নিচে একটি ঝুটের গোডাউন ছিল এবং পাশাপাশি ২য় তলায় একটি তুলার গোডাউন ছিল। নিচ থেকে ২য় তলায় কিছু আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বা মেশিন থেকে এই আগুন লাগতে পারে। কোন হতাততের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার আসল কারন ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
গৌতম/ সুপ্তি/ দীপ্ত নিউজ