মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের জেরে এত দিন বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তে আতঙ্ক বিরাজ করছিল। এবার টেকনাফ সীমান্তের ওপারেও গোলাগুলি বেড়েছে।
গুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন। এ কারণে আতঙ্কে আছেন সেখানকার বাসিন্দারা। এতে সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
আরও পড়ুন: ফেনী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ‘কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে ১২টি জাহাজ চলাচল করত। ১৪ হাজার পর্যটক আসত প্রতিদিন। টেকনাফ–সেন্ট মার্টিন জাহাজ বন্ধ থাকা এবং অতি সম্প্রতি গোলাগুলি বেড়ে যাওয়ায় পর্যটক অর্ধেকে নেমে এসেছে।‘
গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা অনুপ্রবেশ যেন না ঘটে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক পাহারায় রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির সদস্যরা।
এর আগে, শুক্রবারও (১৬ ফেব্রুয়ারি) থেমে থেমে গুলির আওয়াজ পেয়েছেন টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দারা।
এসএ/দীপ্ত নিউজ