বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে সফল হলো জাপান।
শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে চন্দ্রযান ”স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন স্লিম” চাঁদে অবতরণ করেছে।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: চাঁদে মানুষ পাঠাবে ভারত
তবে নভোযানটির সোলারপ্যানেলগুলো কাজ করছে না। তাই ব্যাটারি থেকে শক্তি নিয়ে এটি এগোচ্ছে। মুন স্লিমের ব্যাটারিতে যে পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে, তাতে মাত্র কয়েক ঘণ্টা নভোযানটি সচল থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর এটি উৎক্ষেপণ করেছিল জাপান।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৪০ শতাংশ কর্মসংস্থান কেড়ে নেবে এআই
এসএ/দীপ্ত নিউজ