রাজধানীর ওয়ারিতে একটি ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ শুরু করে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শাহজাহান সিকদার বলেন, এখন ভবনটিতে সার্চ করা হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।
আশেপাশে পোশাক ও ইলেকট্রনিক্সের শোরুম রয়েছে বলে জানা গেছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে বেবি শপের ম্যানেজার রনি বলেন, ভবনের নিচতলা ও দোতলায় ছোট বাচ্চা ও বড়দের পোশাক বিক্রি হতো। যার সবই পুড়ে গেছে। এতে আমাদের দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ