শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছে, ‘এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে, যাতে সব প্রার্থী ন্যায়সঙ্গতভাবে অংশ নিতে পারেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলস্থল পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে যারা প্রার্থী হিসেবে অবৈধ ঘোষণা হয়েছেন, তাদের বিষয়ে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। সবাই এখানে ন্যায় বিচার পাবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আপিল আবেদন গ্রহণ চলছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন। একইসঙ্গে কোনো বৈধ প্রার্থীর যোগ্যতা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরাও আপিল করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত তিন দিনে মোট ৩০৯টি আপিল জমা পড়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন এসব আপিলের ওপর ৯ দিনব্যাপী শুনানি করবে। শুনানি শেষে ১৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

এরপর ২০ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং সেই দিন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More