জাজ মাল্টিমিডিয়ার “ময়না” সিনেমার নায়ক আফফান মিতুল এবার ওটিটি প্লাটফর্মে সরব হলেন।
বছরের শেষ প্রান্তে এসে পরপর দুইটি ভিন্ন ভিন্ন দেশীয় ওটিটি প্লাটফর্মের একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন আফফান মিতুল।
সিনেমার পর আফফান মিতুল ওয়েব দুনিয়ায় কাজ করতে চান মনে প্রাণে। সম্প্রতি আফফান মিতুল অভিনয় করলেন “অপলাপ” ওয়েব ফিল্মে।

আসছে ‘দীপ্ত প্লে’র অরিজিনাল ক্রাইম থ্রিলার ‘অপলাপ’
নাজিম উদ দৌলার স্ক্রিপ্টে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে “দীপ্ত প্লে” অ্যাপসে। দীপ্ত প্লের অরিজিনাল এই ফিল্মে আফফান মিতুল সহশিল্পী হিসেবে পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়াংকা উরবিকে।