ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাভেদ আখতার। সংগঠনটির ২০২৪-২০২৫ মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
জাভেদ আখতার বর্তমানে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কর্মরত আছেন।এফআইসিসিআই এর ৬০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়। সভায় সংগঠনের নতুন পরিচালনা পর্ষদের ঘোষণা দেয়া হয়।
আগামী ৩১শে ডিসেম্বর, ২০২৩ তারিখে বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর ১লা জানুয়ারি, ২০২৪ তারিখে নতুন নিয়োগপ্রাপ্তরা দায়িত্ব গ্রহণ করবেন।
জাভেদ আখতার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হবেন। নাসের এজাজ বিজয় ২০২২-২০২৩ মেয়াদে এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্বের পঁয়ত্রিশটি দেশের বহুজাতিক কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন হলো ফরেন ইনভেস্টরস চেম্বার অব
কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), বাংলাদেশের একুশটিরও বেশি খাতে যাদের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের একটি
গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে, এফআইসিসিআই সরকারের সঙ্গে একযোগে কাজ করছে।
আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় গবেষণা-ভিত্তিক মার্কেট ইন্টেলিজেন্স প্রচার এবং সংগঠনের সদস্যরা উপকৃত
হয় এমন সহায়ক নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে এফআইসিসিআই।