সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

এনামুল হক খান বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডায়মন্ড অ্যান্ড ডিভাসের স্বত্বাধিকারী এনামুল হক খান দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, নবনির্বাচিত সভাপতি এনামুল হক খান দোলন, সিনিয়র সহসভাপতি রনজিৎ ঘোষ, সহসভাপতি আজাদ আহমেদ, অভি রায়, ইকবাল হোসেন চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দেশের সব জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট এনামুল হক খান। তিনি বলেন, “বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বে সংগঠনটি দেশবিদেশে যে পরিচিতি পেয়েছে, তা ধরে রাখতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল বলেন, সবার সহযোগিতায় আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করি নতুন কমিটি দেশের জুয়েলারি শিল্পের সমস্যা সমাধান ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান শক্তিশালী করতে কাজ করবে।

বাজুসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের উদ্যোগে দেশে অনেক জুয়েলারি ফ্যাক্টরি গড়ে উঠেছে। তার নেতৃত্বে বাজুস আজ দেশের অন্যতম বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের জুয়েলারি শিল্প এখন দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। তবে উচ্চ করশুল্ক, জটিল আমদানি প্রক্রিয়া এবং আধুনিক উৎপাদন অবকাঠামোর অভাব এই শিল্পের উন্নয়নে বড় বাধা।

বাজুস নির্বাচন বোর্ড ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০২৫২০২৭ মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন এনামুল হক খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিৎ ঘোষ, ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, অভি রায় ও মো. ইকবাল হোসেন চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অমিত ঘোষ।

এছাড়া নির্বাচিত ২৯ জন পরিচালক হলেন মো. মিলন মিয়া, পবন কুমার আগরওয়াল, তানভীর রহমান, মো. লিটন হাওলাদার, বাবলু দত্ত, গনেশ দেবনাথ, আশিস কুমার মণ্ডল, মিজানুর রহমান, বিকাশ ঘোষ, সুমন চন্দ্র দে, মোস্তফা কামাল, ধনঞ্জয় সাহা বিপুল, শ্রীবাস রায়, মো. আলী হোসেন, মো. রুবেল, নয়ন চৌধুরী, মো. ছালাম, ফাহাদ কামাল লিংকন, গৌতম ঘোষ, মো. রবিউল ইসলাম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, আবু নাসের মো. আব্দুল্লাহ, মো. রফিকুল ইসলাম, সৌমেন সাহা, আককাছ আলী, মো. মোরশেদ আলম, শাওন আহমেদ চৌধুরী, মো. নাজমুল হুদা লতিফ ও পলাশ কুমার সাহা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More