১০২
রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ সমাবেশ শেষে ফিরে যাওয়ার কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি–বহরে হামলা চালায় গোপালগঞ্জ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা–কর্মীরা।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী কয়েক রাউন্ড বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে এবং এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়।
এ সময় নেতাকর্মীদের গাড়ি–বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
এসএ