ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্ট) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
এ সময় এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ঘোষিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার কাজ করবে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, এক মার্কায় নির্বাচন করবো।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে, কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে, তারা সফল হবে না।
এদিকে, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘আমরা শুধু দল না, রাষ্ট্র সংস্কারে নাগরিক সমাজের যেসব প্রতিনিধিরা যারা এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাবেন তাদেরও যুক্ত করব। বিভিন্ন নির্বাচনী আসনে যারা অনেক ভালো মানুষ আছেন, দীর্ঘদিন ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, সেসব সৃষ্টিশীল মানুষকে এই প্ল্যাটফর্ম আমরা দেব।’
সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার আন্দোলন সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, আমরা সবেমাত্র ৩টি দল নিয়ে যাত্রা শুরু করেছি। তবে আমরা মনে করি না যে, শুধুমাত্র এই ৩ দলই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে।
নতুন রাজনৈতিক জোট ঘোষণাকালে অন্যদের মধ্যে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএ