৩৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। তবে তিনি নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন না। অংশগ্রহণকারীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।
নাহিদ আরও বলেন, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখনও পর্যন্ত ৪৭ টি আসনে প্রার্থীর মনোনয়ন দিয়েছি। বাতিল হতে পারে ভেবে কিছুটা বাড়িয়েই দিয়েছি।