জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একসঙ্গে একই দিনে আরও ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেন সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
বদলি কর্মকর্তারা হলেন— ঢাকা বিসিএস (কর) একাডেমি পরিচালক হাফিজ আল আসাদ‘কে ঢাকা কর অঞ্চল–২০–এর পরিদর্শী রেঞ্জ–১, শেখ শামীম বুলবুল‘কে নরসিংদী কর অঞ্চল, ছায়িদুজ্জামান ভুঞা‘কে নারায়ণগঞ্জ কর অঞ্চল, বেগম হাসিনা আক্তার খান‘কে গাজীপুর কর অঞ্চল, মর্তুজা শরিফুল ইসলাম‘কে ঢাকা কর অঞ্চল–৬, মোহা. আব্দুস সালাম‘কে ঢাকা কর অঞ্চল–১, মো. নাসেরুজ্জামান‘কে ঢাকা অঞ্চল–২, মো. মিজানুর রহমান‘কে চট্টগ্রাম কর অঞ্চল–১, মো. নাঈমুর রসুল‘কে চট্টগ্রাম কর অঞ্চল–২, ফখরুল ইসলাম‘কে খুলনা কর অঞ্চল, আশরাফুল ইসলাম‘কে ঢাকা কর অঞ্চল–৩, মোহাম্মদ শাহ্ আলম‘কে ঢাকা কর অঞ্চল–৪, মির্জা মোহাম্মদ মামুন সাদাত‘কে ঢাকা কর অঞ্চল–১১, মোহাম্মদ আব্দুল্লাহ‘কে খুলনা কর আপিল অঞ্চল, মিজানুর রহমান‘কে ঢাকা কর অঞ্চল–১৫, মো. মঈনুল হাসান‘কে এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, ইভানা আফরোজ সাঈদ‘কে ঢাকর কর অঞ্চল–৮ বদলি করা হয়।
এছাড়া, তাহমিনা আক্তার‘কে ঢাকা কর আপিল অঞ্চল–৩, শামীমা পারভীন‘কে এনবিআর সিআইসি, সাহেদ আহমেদ চৌধুরী‘কে বৃহৎ করদাতা ইউনিটে, ফারজানা সুলতানা‘কে ঢাকা কর অঞ্চল–১৪, শামীমা আখতার‘কে ঢাকা কর অঞ্চল–১০, মৌসুমী বর্মন‘কে কর পরিদর্শন অধিদপ্তরে, মো. আবদুর রাজ্জাক‘কে ঢাকা কর অঞ্চল–১৬, মো. জসীমুদ্দিন আহমেদ‘কে ঢাকা কর অঞ্চল–১২, তারিক ইকবাল‘কে ঢাকা কর অঞ্চল–৭, মো. ফারুকুল ইসলাম‘কে ঢাকা কর অঞ্চল–২, মাসুম বিল্লাহ‘কে ঢাকা কর অঞ্চল–২১, সারোয়ার মোর্শেদ‘কে ঢাকা কর অঞ্চল–২৩, মাসুদুল করিম ভূঁইয়া‘কে ঢাকা কর অঞ্চল–১৮, মেহেদী হাসান‘কে ঢাকা কর আপিল অঞ্চল–১, হাছিনা আক্তার‘কে চট্টগ্রাম কর আপিল অঞ্চল, শান্ত কুমার সিংহ‘কে ঢাকা কর অঞ্চল–১৭, রিগ্যান চন্দ্র দে–কে বিসিএস (কর) একাডেমি, ফারজানা নাজনীন‘কে কুমিল্লা কর অঞ্চল, সুমন দাস‘কে এনবিআর প্রথম সচিব, শেখ মো. কামরুজ্জামান‘কে কর পরিদর্শন পরিদপ্তর, তাপস কুমার চন্দ‘কে বৃহৎ করদাতা ইউনিট, মো. মোশাররফ হোসেন‘কে দিনাজপুর কর অঞ্চল, মো. আব্দুল মালেক‘কে ঢাকা কর অঞ্চল–৫ ও আরিফুল হক‘কে রাজশাহী কর অঞ্চলে বদলি করা হয়।
এসএ