রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
রবিবার, জানুয়ারি ৪, ২০২৬

এনইআইআর পদ্ধতি বন্ধ থাকবে ৩ মাস: ডিসি মাসুদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী ৩ মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন রমনা বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে ফয়েজ আহমদ তৈয়্যব এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

ডিসি মাসুদ জানান, ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। চালুর আগের সব স্টক লট বৈধ হবে। এছাড়া উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের বাড়তি ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে শো রুমের চেয়ে কমে তারা ফোন বিক্রি করতে পারেন।

তিনি আরও জানান, ৩ মাস পর এনইআইআর কার্যকর হবে। ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।’

এর আগে, মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

উল্লেখ্য, এনইআইআর কার্যকর হলে অবৈধভাবে দেশে আসা ফোন আর ব্যবহার করা যাবে না। একইসঙ্গে বিদেশ থেকে অবৈধভাবে আনা পুরনো ফোনের ব্যবসাও বন্ধ হবে। তবে এনইআইআর চালুর আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহৃত কোনো ফোন বন্ধ করা হবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More