কথাবার্তা ছাড়া চুল কেটে জনপ্রিয়তা পেয়েছেন জাপানের টোকিওর এক নাপিত। তাকে অনুসরণ করছেন অনেকেই।
সেলুনে চুল কাটার সময় নাপিতরা বেশি কথা বলে, এমন অভিযোগ করেন অনেক সেবাগ্রহীতা। এটি মাথায় রেখে জাপানের টোকিওতে ব্যতিক্রমী এক সেলুন চালু করেছেন তাকাহিরো নোগুচি নামের এক নাপিত।
তাকাহিরো নোগুচি বলেন, ‘আমি আট বছর ধরে কথাবার্তা ছাড়া চুল কাটার কাজটি করছি। ইংল্যান্ডে নীরব কক্ষে এভাবে চুল কাটার বিষয় ইন্টারনেটে জানতে পারি। দেখলাম– এটি বেশ জনপ্রিয়। তাই আমিও সেটি করার সিদ্ধান্ত নিই।’
এই সেলুনে তিনটি পদ্ধতিতে চুল কাটা হয়। প্রথমটিতে নাপিত ও সেবাগ্রহীতা পুরো সময় কথা বলবে; দ্বিতীয়টিতে কোনো কথাবার্তা হবে না। আর তৃতীয় পদ্ধতিতে অল্প কথা হয়।
ইয়োকো উচিদা নামের এক সেবাগ্রহীতা বলেন, ‘আমি কাজ শেষে এখানে আসি। তখন আমার মেজাজ অনেক খারাপ থাকে। এখানে নাপিতের কথা আমাকে শুনতে হয় না। চুল কাটার সময় আমি গান শুনি।’
করোনা মহামারিতে ভাইরাসের বিস্তার ঠেকাতে, জনবহুল জায়গায় কম কথা বলার আহ্বান জানায় জাপানের কর্তৃপক্ষ। ওই সময় তাকাহিরো নোগুচির নীরব চুল কাটা জনপ্রিয় হয়।
যূথী/দীপ্ত সংবাদ