বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

এখন জয় বাংলা আর শেখ হাসিনার শাসনের ওপর দেশ চলে: রিজভী

এখন জয় বাংলা আর শেখ হাসিনার শাসনের ওপর দেশ চলে। দেশে এখন আইনের শাসন নেই। শেখ হাসিনা মিথ্যা প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী, আর ওবায়দুল কাদের আন্তর্জাতিক গোপালভার বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা মাঠে বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর ৭ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভায় এ মন্তব্য করেন।

এসময় আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, দেশ এখন প্রচলিত আইনে চলে না ,এ দেশ চলে জয় বাংলার শাসনের উপর ও শেখ হাসিনার আইনে। এজন্যই আইনমন্ত্রী ও প্রধানন্ত্রী দুই জন দুই কথা বলেন। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আইনমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য আবেদন দিতে বলেন আর প্রধানমন্ত্রী বলেন হবে না। খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে অশুভ পরিকল্পনা করছে সরকার

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুসহ আরও অন্যান্য নেতাকর্মীরা।

র আগে দুপুরে পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন সভাস্থলে। এসময় জেলা ও মহানগরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More