চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে বেশ বাজে সময় পার করছে গতবারের রানার্সআপ পাকিস্তান। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে বিস্ময়কর হারের পর, গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে জয়ের জন্য মামুলি লক্ষ্য তাড়াতেও ব্যর্থ হয় বাবর আজমের দল। তবে এখনোই সুপার এইটের আশা হারাচ্ছে না পাকিস্তান সমর্থকরা।
সুপার এইটে উঠতে হলে নিজেদের বাকি ম্যাচগুলোর পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও নজর রাখতে হবে তাদের। গ্রুপ ‘এ‘ তে এখন পর্যন্ত দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে রয়েছে পাকিস্তান। সমান দুই ম্যাচ জয়ে টেবিলের এক ও দুই নম্বরে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এক জয় নিয়ে তিন নম্বরে রয়েছে কানাডা। আর টেবিলের নিচের সারিতে রয়েছে আয়ারল্যান্ড।
সুপার এইটে যেতে পাকিস্তানের পরের দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বরং বেশ বড় ব্যবধানে জিততে হবে। এরপর তাদের তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে। সে ম্যাচে যুক্তরাষ্ট্র হেরে গেলেই খানিকটা স্বস্তির অবস্থানে থাকতে পারে পাকিস্তান।
অন্যদিকে রানরেটের কারণে ভারতকে টপকানো প্রায় অসম্ভব ম্যান ইন গ্রিনদের জন্য। ভারতের রানরেট +১.৪৫৫ এবং যুক্তরাষ্ট্রের রানরেট +০.৬২৬ । আর কানাডার বাকি দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের সাথে থাকায়, সুপার এইটে যেতে নাটকীয় কিছুই করতে হবে তাদের। তাই সব পরিসংখ্যান ও কাগজ কলমের হিসেবে, সুপার এইটে যেতে হলে বাবরদের মূলত নজর রাখতে হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের দিকেই।
ইমাম/এজে/দীপ্ত সংবাদ